সময়ের সঙ্গে আরো ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। দিন দিন প্রাণ হারাচ্ছে বহু মানুষ। বাংলাদেশেও বেড়ে চলছে এই ভাইরাসের দাপট। মানুষ ঘরবন্দি, অনেকেই বেকার হয়ে পড়েছেন। তাই নিম্ন আয়ের মানুষ ভুগছে খাবারের সংকটে।
এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। এই দুর্যোগে মানুষগুলো যেন খাবারের অভাবে না থাকে তা খেয়াল রাখার অনুরোধ করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার ছিল বাংলা নববর্ষ। প্রতি বছর অনেক আনন্দে এই উৎসব পালন হলেও এবার ঘরবন্দি সবাই। কাল রাতে ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান মুশফিক, ‘‘আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো থাকার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। পুরো বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। তাই আশা করছি আপনারা সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন এবং বাসায় থাকুন।’
যারা করোনার বিরুদ্ধে লড়ে যাওয়া মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং ডাক্তার, নার্স, ক্লিনার, কর্মচারী যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মনের ভেতর থেকে তাদের সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা আপনাদের এই ত্যাগ দেখছেন। এর পুরস্কার আপনারা অবশ্যই পাবেন।’
নিম্নবিত্ত মানুষদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘ইনশা আল্লাহ ব্যক্তিগতভাবে চেষ্টা করছি মানুষকে সাহায্য করার। আজকের এই দিনে আহ্বান করছি আপনারা যে যেভাবেই পারেন সবাই সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি ও আপনার পরিবার ভালো থাকলে চলবে না। আপনার আশপাশের তথা পুরো দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের যেন খাবারের অভাবে দিন না পার করতে হয়, সেটার দেখার দায়িত্ব আপনার আমার সবার। আসুন আমরা সবাই ঘরে থাকি কিন্তু যেভাবেই পারি সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সবার প্রচেষ্টাই পারে এমন কঠিন মুহূর্তের প্রতিরোধ করতে। কারো সামর্থ্য না থাকলে নামাজ আদায় করে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে এই কঠিন সময়টা পার করতে সাহায্য করেন।’