করোনায় ১০০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে
মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী একশ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। যদি না এই দেশগুলোতে জরুরি সহায়তা না দেওয়া হয় তাহলে এই করোনা ছড়িয়ে এসব দেশে এই সংখ্যক মানুষ মারা যেতে পারে বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) জানিয়েছে সংস্থাটি।