বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ২৮ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে বর্তমানে ২৪ লাখ ৭২ হাজার ২৪৮ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৯২০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৬ লাখ ৫৭ হাজার ৯০৫ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ১০ হাজার ২৫৯ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৮৩ হাজার ২২৭ জন, জার্মানিতে এক লাখ ৪৮ হাজার ৭০০, ইতালিতে এক লাখ ১২ হাজার ৫৪১, তুরস্কে এক লাখ এক হাজার ৭১৫, ইরানে ৮৯ হাজার ৪২৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ১৯৫, ব্রাজিলে ৭৮ হাজার ৪২৪ এবং ফ্রান্সে ৫৮ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া রাশিয়ায় ৪৮ হাজার তিন জন, কানাডায় ৩৫ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ২৭ হাজার ১০০, মেক্সিকো ২৫ হাজার ৯৩৫, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৩০৪, বেলজিয়ামে ১৩ হাজার ৯৩৭, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৬২, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ২৭১ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ২৮১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৯৮ হাজার ৮৩ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।