করোনাভাইরাসের প্রকোপের কারণে তেলের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল রফতানি কারক দেশগুলোর সংগঠন ওপেক। ১ মে থেকে ১০ শতাংশ উৎপাদন কমিয়ে আনা হবে।
রোববার এক ভিডিও কনফারেন্সে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওপেক থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়ে জানানো না হলেও সদস্য দেশগুলো আলাদা করে এ বিষয়ে নিশ্চিত করে।
এতে প্রতিদিন ৯৭ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমে যাবে। এ খবর প্রকাশের পর এশিয়ার তেলের বাজারে বেরেল প্রতি এক মার্কিন ডলার মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন দেশে চলমান লক ডাউনে তেলের চাহিদা এক তৃতীয়াংশ কমে যায়। চাহিদার তুলায় বেশি তেল উৎপাদন হওয়ায় মার্চে দাম দাঁড়ায় দুই দশকে সর্ব নিম্ন অবস্থানে।