সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মরনঘাতি করোনা প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং দিক নির্দেশনা না মানলে তার বিপরিতে জরিমানা ও সাজার বিস্তারিত আইন প্রকাশ করেছে।
যার মধ্যে রয়েছে ,
যদি কোন ব্যক্তি নিজে বা প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানে কর্মরত কোন কর্মী করোনা প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ না মেনে চলেন তাহলে সর্বনিম্ন এক হাজার রিয়াল হতে সর্বোচ্চ এক লক্ষ রিয়াল কিংবা সর্বনিম্ন এক মাসের জেল হতে সর্বোচ্চ এক বছরের জেল অথবা জেল জরিমানসহ উভয় দন্ডে দন্ডিত করা হবে। প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ছয় মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।
উপরোক্ত আইন বারংবার ভংগ করলে সাজা ও জরিমানার পরিমান দ্বিগুন হবে।