করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব যথেষ্ট সময় পেয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘এ ভাইরাস সংক্রমণের জন্য গত ৩০ জানুয়ারি জরুরি অবস্থা জারি করেছিল ডব্লিউএইচও। এর ফলে ভাইরাসটি মোকাবিলায় যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব।’
জরুরি অবস্থা ঘোষণার সময় চীনের বাইরে মাত্র ৮২ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত করা হয়েছিল এবং মৃত্যুর ঘটনা ঘটেনি। আর বর্তমানে ৩৪ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে ডব্লিউএইচওর সমালোচনা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব সমালোচনার জবাবে টেড্রস আধানম জানান, ডব্লিউএইচও করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে কোনো সময় নষ্ট করেনি।
এ ছাড়া ডব্লিউএইচওর বিরুদ্ধে চীনের পক্ষপাতিত্বের অভিযোগ আনেন ট্রাম্প।
টেড্রস আধানম বলেন, এ ভাইরাস সম্পর্কে জানতে শুরুতেই চীন ভ্রমণ করেছিল ডব্লিউএইচও। এ ছাড়া এ ভাইরাসের উৎপত্তি সম্পর্কেও জানার চেষ্টা করেছে সংস্থাটি।