করোনাভাইরাসের ফলে চলমান লকডাউন তুলে নেওয়ার দাবিতে যুক্তরাষ্ট্রের মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী শহর ল্যানসিংয়ে রাস্তায় নামে কয়েকশ বিক্ষোভকারী। তাদের কয়েকজনকে সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এদের অনেকেই মাস্ক পরেনি, আবার মানছে না সামাজিক দূরত্বের নিয়মনীতি।
মিশিগানে তিন হাজার ৭৭৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে মোট ৪১ হাজার। ডেট্রয়েট মেট্রো এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমার আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সবাইকে ঘরে থাকার কথা বলেছেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। ১ মে থেকে অঙ্গরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছে তারা।
গতকাল বৃহস্পতিবার ল্যানসিংয়ে অঙ্গরাজ্য ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। যেখানে আইনপ্রণেতারা করোনা মোকাবিলা কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে বিতর্ক করছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৩ হাজার ৮৫৬ জন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২৩ জন। সুস্থ হতে পেরেছে এক লাখ ৫২ হাজার ৩২৪ জন।