করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সীগঞ্জে নতুন করে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।
জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আজ সেমাবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জ থেকে মোট ৮১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সদরে সর্বোচ্চ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গজারিয়া, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় দুজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।