করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়েছে। এর মধ্য দিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বাধিক ব্যক্তির মৃত্যু হলো।
এর আগে গত ১৪ এপ্রিল একদিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যুর কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ ছাড়া আজ নতুন করে আরো ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৫৭২ জন আক্রান্ত হলো।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানান অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনার কারণে মৃত্যু হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে ৭০ থেকে ৮০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। এর মধ্যে পুরুষ সাতজন এবং নারী তিনজন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয়জন এবং ঢাকার বাইরে চারজন।
নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ১১৯টি। গতকালের চেয়ে নমুনা সংগ্রহ ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর নমুনা পরীক্ষা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।