করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। করোনা প্রতিরোধে সম্মুখভাগে থাকা পুলিশ সদস্যদের ভেতরেও এ সংখ্যা পাল্লা দিয়েই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৬৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ শনিবার পর্যন্ত মোট ৭৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সারা দেশে আজ শনিবার পর্যন্ত মোট ৭৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ডিএমপির ৩৫৬ন সদস্য আক্রান্ত হয়েছেন। সারা দেশে মোট কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। আইসোলেশনে আছেন ১৭৪ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫৭ পুলিশ সদস্য। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন পুলিশ সদস্য।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম গতকাল এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘আমাদের ডিএমপির তিনশর অধিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেছি। অনেকেই আইসোলেশনে আছেন। কোয়ারেন্টিনেও আছেন। এ ছাড়া আমাদের যে সদস্যরা মাঠে কাজ করছেন, তাঁদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের যে চারজন সদস্য মারা গেছেন, আমরা তাঁদের পরিবারের পাশে সব সময় আছি ও থাকব। ওসব পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’
আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের সাতশর অধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এক হাজারের ওপর সদস্য কোয়ারেন্টিনে আছেন। যেসব পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।’
সোহেল রানা আরো বলেন, ‘এ ছাড়া আমাদের দুই লাখের বেশি পুলিশ সদস্য মাঠে মানুষের সেবা প্রদান এবং করোনা প্রতিরোধে কাজ করছেন। যেসব সদস্য মাঠে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আমাদের যে চারজন সদস্য মারা গেছেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এ ছাড়া যাঁরা আক্রান্ত হয়েছেন, এরই মধ্যে তাঁদের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি সব সময়, যাতে করে তাঁদের মনোবল না ভেঙে পড়ে। আর মাঠে কাজ করা সব সদস্যের মনোবল ঠিক রাখার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সদস্যের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন এবং তাঁদের মনোবল বৃদ্ধি করার জন্য কাজ করছেন।’