করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৭০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আট হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা গত দিনের থেকে ৫.০৯ ভাগ বেশি ও পাঁচ হাজার ৫৭৩ জনের পরীক্ষা করা হয়েছে। যা গত দিনের থেকে ১২.০২ ভাগ বেশি। এর মধ্য থেকে ৫৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত ১৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩১টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।