করোনাভাইরাস মোকাবিলায় যুদ্ধ করছেন চিকিৎসক, সেবিকারা। তাঁদের সেবা ও আন্তরিকতাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেক রোগী। আর সেসব সম্মুখযোদ্ধার প্রতি ভালোবাসার অনন্য উদাহরণ তৈরি করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এরই মধ্যে দুই হাজার ৫০০টির বেশি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সংগ্রহ করেছেন তাঁদের জন্য। এ ছাড়া যাঁরা সামনে থেকে যুদ্ধ করছেন, তাঁদের জন্য ১৬ লাখ রুপি সংগ্রহ করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বিদ্যা এরই মধ্যে তারকাদের প্ল্যাটফর্ম ‘ট্রিং’-এ যোগ দিয়েছেন। এতে আরো রয়েছেন দৃশ্যম ফিল্মসের মনীশ মুন্দ্রা ও চলচ্চিত্র প্রযোজক, আলোকচিত্রী অতুল কাসবেকার। গতকাল রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে বিদ্যা বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টায় আমরা আড়াই হাজারের বেশি পিপিই ও ১৬ লাখ রুপি পেয়েছি। যাঁরা সাহায্য করেছেন ও এটিকে সম্ভব করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ। এটিই ভারতের সত্যিকারের একতা ও শৌর্য।’
এ ছাড়া বিদ্যা তাঁর পোস্টে লেখেন, ‘সারা বিশ্ব থেকে আপনাদের উদার সহায়তার জন্য অনেক ধন্যবাদ। আমি এটি জানাতে পেরে গর্বিত যে মাত্র কয়েক ঘণ্টায় আমরা আড়াই হাজারের বেশি পিপিই ও ১৬ লাখ রুপি পেয়েছি। এই কার্যক্রম আরো কিছুটা সময় চলবে। সুতরাং আপনি যদি এখনো সাহায্য করতে না পারেন, কিন্তু সাহায্য করতে চান; তাহলে ট্রিংয়ের ওয়েবসাইটে গিয়ে সাহায্য করুন। প্রতিটি সরঞ্জাম একটি জীবনকে সুরক্ষিত করতে সাহায্য করে।’
এর আগে বলিউডে অক্ষয় কুমার, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, ভিকি কুশল, আলিয়া ভাট, অর্জুন রামপাল, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর; দক্ষিণী মহাতারকা রজনীকান্ত, প্রভাস, বিজয়, মহেশ বাবু, আল্লু অর্জুন, তামান্না ভাটিয়া, বিজয় দেবেরাকোন্ডাসহ অনেক তারকা করোনাভাইরাস মোকাবিলায় নানা অঙ্কের অনুদান দিয়েছেন