করোনায় আক্রান্তের সংখ্যা বাংলাদেশেও বাড়ছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন একজন নাট্যনির্মাতা।
দেশের টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সালাহ্উদ্দীন লাভলু এবং সাধারণ সম্পাদক এস এ হক অলিক। আক্রান্ত নির্মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের একজন সন্মানিত সদস্য সহকর্মী সহযোদ্ধা করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিরেক্টরস গিল্ডের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাক ।হাসপাতালের নিজস্ব ব্যবস্হাপনায় তার পরিবারের সদস্যদেরও কোরেন্টিনে রাখা হচ্ছে। পরিবারের সদস্যদের আগামীকাল (আজ) করোনা টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে।তার চিকিৎসার সকল দায়িত্ব ডিরেক্টরস গিল্ড বহন করবে বলে কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। নির্মাতা বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করছি।
তবে ওই বিজ্ঞপ্তিতে নির্মাতার পরিচয় গোপন রাখা হয়েছে।