করোনা পরিস্থিতিতে যাতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয় সে জন্য প্রায় ২০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বুধবার (০৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ প্রণোদনার আওতায় ডিআইইউর শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ থেকে শুরু করে ইন্টারনেট ডেটাসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজন মেটাতে পারবে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সব সময়ই মেধাবী, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তিপ্রদানসহ বিভিন্নভাবে সহায়তা করে। করোনা বিপর্যয়ে আর্থিক সমস্যায় থাকা ড্যাফোডিলের শিক্ষার্থীরা যাতে পড়াশোনা অব্যাহত রাখতে পারে সে বিষয়টি মাথায় রেখে বিশেষ বৃত্তির আবেদনপত্র চাওয়া হয়। চার হাজারের বেশি শিক্ষার্থী এতে আবেদন করেছে।
এছাড়া অনলাইন শিক্ষা নির্বিঘ্ন করতে খুব দ্রুত ড্যাফোডিলের ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় আড়াই হাজার ল্যাপটপ বিতরণ করা হবে বলে জানানো হয়।