পুলিশের ব্যক্তিগত সুরক্ষার জন্য ২ হাজার পিস পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছে এস. আলম গ্রুপ।
বর্তমানে করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। দুর্যোগ মুহূর্তে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম শিল্প গোষ্ঠী এস. আলম গ্রুপ।
দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশের নিবেদিতপ্রাণ যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ২ হাজার পিস পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছে এস. আলম গ্রুপ। ৯ এপ্রিল চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ে সিএমপি পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের পিপিই হস্তান্তর করেন এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আকিজ উদ্দিন।
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ, উপকমিশনার আমির জাফর ও এস আলম গ্রুপের সিনিয়র অফিসার আশিষ কুমার নাথ উপস্থিত ছিলেন।
এস আলম গ্রুপের কর্ণধার দেশ বরেণ্য শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম মাসুদের দিকনির্দেশনায় এই সহযোগিতামূলক কাজ পরিচালিত হচ্ছে।