করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ আজ বৃহস্পতিবার দুপুরে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে লকডাউনের ঘোষণা দেন।
গত দুদিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নাটোর জেলাকে লকডাউন করা হয় বলে জানান জেলা প্রশাসক।