করোনা উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জে এক পোশাক শ্রমিকের (৩০) মৃত্যু হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান।
সদর উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, ‘কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে ওই পোশাকশ্রমিক এ এলাকায় আসেন। করোনা উপসর্গের পাশাপাশি তাঁর জন্ডিস ও কিডনির সমস্যাও ছিল। গত পরশু দিন তিনি শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। ডা. নিত্য রঞ্জন পাল তাঁর শরীরে নিউমোনিয়া ও করোনা উপসর্গ দেখে সরকারি বাগবাটি ৩১ শয্যার কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু সেটা আর তিনি করেননি। গতকাল মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তি ও তাঁর ১৭ স্বজনের নমুনা সংগ্রহ করেছে।’
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির নমুনা নিয়ে বাড়িটি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাতে ঘটনাটি জেনে উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে পুলিশ।