করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় আজ সোমবার সকাল থেকে যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটি গতকাল রোববার এক জরুরি সভায় পুরো জেলা লকডাউন করার সিদ্ধান্ত নেয়।
পরে এ ব্যাপারে যশোর জেলা প্রশাসন একটি গণবিজ্ঞপ্তি জারি করে। সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্থানে লকডাউন সফল করতে মাইকিংও করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, জেলায় এ পর্যন্ত ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসক ও আটজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।