টাংগাইলের কালিহাতীতে বল্লা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মহদয় হত দরিদ্রদের মাঝে শিশু খাদ্য বিতরন করেন।
বর্তমান এ করোনা পরিস্থিতিতে পরিবারের অন্য সবার সাথে সাথে শিশুদেরও খাদ্য সংকট দেখা দিচ্ছে।বল্লা ইউনিয়ন মূলত তাত নির্ভর এলাকা এখান কার বেশির ভাগ মানুষই তাতের সাথে সম্পৃক্ত,আর তাদের ফেক্টরি বন্ধ থাকায় তাদের পরিবারে ব্যাপক হারে খাদ্য সংকট দেখা দেয়।
আর এ খাদ্য সংকট দূর করতে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বরাদ্দ করা হয়।আর এ সহযোগীতা আজ সকাল ১০ টায় বল্লা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী চান মাহমুদ পাকির তা বিতরন করে।
তার সাথে কথা বলে আমরা জানতে পারি তারা নিয়মিত ত্রান ও মানুষের সহযোগিতা করে আসছে। তিনি আরো বলেন আমি সরকারি ত্রানের জন্য দেরি না করে ব্যাক্তিগত তহবিল এবং বল্লা ইউনিয়নের সচ্ছল মানুষের কাছ থেকে টাকা তুলে ত্রান বিতরন।
তাই কেউ ঘর থেকে বের হবেন না আপনাদের খাবার আমারা পোছে দিব।
এ সময় প্রায় ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।আর এতে উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ম্যান,রামপুর বাজার বনিক সমিতির সভাপতি সহ আর অনেকেই।
রাসেল আহমেদ রিমন