করোনাভাইরাসে (কোভিড-১৯) অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মতো আক্রান্ত হচ্ছেন কারারক্ষীরাও। এখন পর্যন্ত সারা দেশে অন্তত ২৭ জন কারারক্ষী আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা সবাই এখনো সুস্থ রয়েছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছেন আরো ৩৭০ জন কারারক্ষী।
আজ রোববার কারা অধিদপ্তরের এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত মোট ২৭ জন কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দুজন কয়েদি ও একজন কারা চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই মোটামুটি সুস্থ আছেন। এক কারারক্ষীর শিশু সন্তান করোনা পজিটিভ হয়েছে।’
মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘করোনা পজিটিভ আসা কয়েদি দুজনের একজন বিনাশ্রম সাজাপ্রাপ্ত, আরেকজন বিচারাধীন। একজন কেরানীগঞ্জ কারাগারের বন্দি, তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপরজন পঞ্চগড় কারাগারের বন্দি, তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া আক্রান্ত কারারক্ষীও আইসোলেশনে থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আরো বলেন, ‘এখনো পর্যন্ত করোনা সন্দেহে মোট ৩৭০ জন কারারক্ষী ও বন্দি কোয়ারেন্টিনে আছেন। এদের ভেতরে ঢাকা বিভাগে ৫১ জন। সিলেট বি