লক্ষ্মীপুরে নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি ও বিআইটিআইডিতে লক্ষ্মীপুরের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি থেকে আজ বৃহস্পতিবার ছয়জনের পজিটিভ ফলাফল এসেছে। এর মধ্যে সদর উপজেলার পাঁচজন ও রামগতির একজন রয়েছেন।
বিআইটিআইডিতে যেসব রোগীর নমুনা পাঠানো হয়েছিল সেগুলোতে কোনো পজেটিভ ফল আসেনি।
জেলায় চিকিৎসকসহ ৪৩ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে দুজন রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
লক্ষ্মীপু জেলা সিভিল সার্জন আবদুল গাফফার বলেন, নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।