কুমিল্লায় নতুন করে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ২৪৮ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দেবীদ্বারে ২৫ জন ও সিটি করপোরেশনে তিনজন। এ ছাড়া সুস্থ হয়েছেন সাতজন।
আজ শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। মারা গেছেন ৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৪৮ জনের মধ্যে ৪৬ জন সুস্থ হয়েছেন।
কুমিল্লা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, উপজেলাওয়ারি আক্রান্তের সংখ্যা কুমিল্লা মেডিকেল কলেজে একজন, দেবীদ্বারে ১০৩ জন, মুরাদনগরে ৩২ জন, লাকসামে ১৪ জন, চান্দিনায় ১৩ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, সিটি করপোরেশনে ১৪ জন, দাউদকান্দিতে ১০ জন, বুড়িচংয়ে ৯ জন, মনোহরগঞ্জে ছয়জন, নাঙ্গলকোটে চারজন, সদর দক্ষিণে তিনজন, ব্রাহ্মণপাড়ায় পাঁচজন, হোমনায় তিনজন, আদর্শ সদরে দুজন, মেঘনায় দুজন, লালমাইয়ে তিনজন ও চৌদ্দগ্রামে দুজন।
কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪৪৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে চার হাজার ১৭৬ জনের।