ওসমান আল হুমাম : কক্সবাজার থেকে
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চরম সংকটময় মুহূর্তে ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অদ্য ১০ মে (রবিবার) বিকাল ৩ ঘটিকায় রামু উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজার জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাওলানা নুরুল ইসলাম আজীজির সভাপতিত্বে ত্রাণ বিতরণ হয়। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রামু উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা কেফায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, রামু উপজেলার সভাপতি মাওলানা মাসঊদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান অর্থ সম্পাদক রেজাউল করিমসহ রামু উপজেলার যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরনের প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম বলেন, জনজীবন আজ বিপর্যস্ত। অধোগতি সংকটময় মুহুর্তে কেটে খাওয়া দুখী মানুষের পাশে বিত্তশালীকে এগিয়ে আসার আহবান জানান এবং সামাজিক দূরত্ব ও সরকারের স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। কুরআন নাযিলের মাসে ঘরে বসে বেশী বেশী নফল ইবাদাতে মশগুল হয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে পরিত্রাণের লক্ষ্যে মহান আল্লাহর আলীশান দরবারে কায়মনোবাক্যে দু’আ কামনা।