কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে জেলার দেবীদ্বার উপজেলায় পাঁচজন, বরুড়া উপজেলায় দুজন ও লাকসাম উপজেলায় একজন। এই পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ৯২ জন। এ পর্যন্ত মারা গেছে দুজন। আক্রান্ত ৯২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ে ফিরেছে ২২ জন।’
উপজেলা হিসেবে আক্রান্তের সংখ্যা তিতাসে ১১ জন, দাউদকান্দিতে আটজন, বুড়িচংয়ে আটজন, চান্দিনায় নয়জন, দেবীদ্বারে ২১ জন, মেঘনায় একজন, বরুড়ায় পাঁচজন, ব্রাহ্মণপাড়ায় দুজন, সদর দক্ষিণে দুজন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে চারজন, মুরাদনগরে সাতজন, হোমনায় দুজন ও লাকসামে ১১ জন।
সর্বমোট করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৩৫ জনের। রিপোর্ট পাওয়া গেছে এক হাজার ৮৯২ জনের।