ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার ঢাকা থেকে আসা নমুনার ফলাফলে তাদের করোনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ জানান, আক্রান্তদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার এক নারী ও আরেকজন নাসিরনগরের বাসিন্দা একজন পুরুষ। দুজনেরই বয়স ৬০ এর উপরে। আক্রান্ত নারীর স্বামী করোনায় চট্টগ্রামে মারা গেছেন। তিনি জেলার বিজয়নগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে।
এ ছাড়া নাসিরনগরে আক্রান্ত ব্যক্তির ডায়াবেটিস ও কিডনি সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫ জন এবং মারা গেছেন দুজন।