কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দুই সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হাকিম (৩৫) ও রশিদ (৩০)। তাঁরা দুজনই জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।
র্যাব-১৫-এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান নেওয়ার সংবাদে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুই ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
শেখ সাদী আরো জানান, ঘটনাস্থল থেকে দেশে তৈরি ১৫টি অস্ত্র, ২৮টি গুলি ও দুটি ধারালো দা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।