টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বন্যাদুর্গতদের জন্য বাজারবন্ধুর ত্রাণ বিতরণ ও স্বাস্থ সেবা ক্যাম্প
বর্তমান বন্যা পরিস্থিতিতে একশপ ও সিনেসিস আই টি পরিচালিত মাইক্রো মার্চেন্ট প্রজেক্ট বাজারবন্ধু বন্যাদুর্গতদের সহায়তার ত্রাণ বিতরণের জন্য অর্থ ও ত্রাণ সংগ্রহ করে। গত বুধবার (১৯ আগস্ট) বাজারবন্ধু টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যদ্রব্য ও কোভিড ১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিতরণ করে। এছাড়াও বন্যাদুর্গতদের জন্য স্বাস্থ সেবা ক্যাম্প পরিচালনা করে। এই কার্যকর্মে বাজারবন্ধুর সাথে ব্লাডমান, মানবসেবা এবং কান্ডারী অংশগ্ৰহণ করে।
বাজারবন্ধু একটি মাইক্রো মার্চেন্ট ভিত্তিক ইকমার্স প্রজেক্ট যার মাধ্যমে মুদিদোকানীরা তাদের সীমিত পণ্য সম্ভারকে ইকমার্সের সহায়তায় দশ লক্ষাদিক পণ্য সম্ভারে রূপান্তরিত করতে পারে। বর্তমানে বাজারবন্ধু সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরে পরিচালিত হচ্ছে। কোভিড ১৯ মহামারীতে বাজারবন্ধু মাইক্রো মার্চেন্টদের মাধ্যমে এই জেলাগুলোতে স্বাস্থ্য সুরক্ষা পণ্য সরবরাহ করছে। ইউএনসিডিএফ ও ইউরোপিয়ান ইউনিয়ন বাজারবন্ধু মাইক্রো মার্চেন্ট প্রজেক্টের সার্বিক সহায়তা প্রদান করছে।