রাজধানীর পান্থপথে বিপুল পরিমাণ নকল গ্লাভস ও গাউন জব্দ করেছে র্যাব। এসময় ১০ লাখ টাকা জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশেষ অভিযানে এই চক্রকে ধরে র্যাব।
দীর্ঘদিন ধরেই এএসএম ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনের খবর জানত র্যাব। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে অভিযান শুরু করে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশে দেশের বাইরে থেকে আনা হ্যান্ড গ্লাভস বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের নামে মোড়ককরণ করা হতো। আর প্যাকেটের গায়ে কোন বাজার মূল্য না থাকায় বেশি দামে বাজারে বিক্রি করতো।
করোনার কারণে এসব পণ্যের চাহিদা বেশি থাকায়, বেশ কিছু অসাধু ব্যবসায়ী এভাবে নিম্নমানের পণ্য বাজারে বিক্রি করছেন।
অভিযানের সময় বিপুল পরিমান পুনঃব্যবহৃত গ্লাভস, মাস্ক এবং বিভিন্ন ব্র্যান্ডের গ্লাভসের খালি প্যাকেট জব্দ করা হয়। এসব পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক এ এস এম মুসাকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।